Event Details

সাইবার সিকিউরিটি নিশ্চিতকরণ বিষয়ক সেমিনার

গত ১১ নভেম্বর সকাল ১০ঃ৩০ ঘটিকায় সিএসই বিভাগ, রুয়েট এর সেমিনার রুমে সিএসই বিভাগ ও ডিজিটাল সিকিউরিটি এজেন্সি এর যৌথ উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অথিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসিই ফ্যাকাল্টির ডীন অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম, মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনডিসি এর মহাপরিচালক জনাব আবু সাঈদ মোঃ কামরুজ্জামান, আলোচক হিসাবে আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ শামীম আহমেদ। উক্ত সেমিনারের সভাপতিত্ব করেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ আল মেহেদী হাসান । উক্ত সেমিনারে সিএসই বিভাগের সম্মানিত শিক্ষকমন্ডলী, অফিসারবৃন্দ ও বিভিন্ন সিরিজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।