Achievement Details

রুয়েটের সি.এস.ই বিভাগের ১৯ সিরিজের শিক্ষার্থীর ১৩ তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে সপ্তম স্থান অর্জন

গত ২৩ ডিসেম্বর, ২০২২ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে  বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন কতৃক আয়োজিত ১৩ তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের ফাইনাল রাউন্ড( জাতীয়)  অনুষ্ঠিত হয়। এখানে সপ্তম স্থান অধিকার করেন রুয়েটের সি.এস.ই বিভাগের ১৯ সিরিজের শিক্ষার্থী রাইয়ান জান্নাত ওশিন।  উক্ত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পূর্বের আঞ্চলিক পর্ব থেকে বাছাইকৃত ৮০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে থেকে প্রথম দশজনকে পুরষ্কৃত করা হয়।

উল্লেখ্য,  রাইয়ান জান্নাত ওশিন গত ২৫ নভেম্বর,২০২২ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত  রিজিওনাল (রাজশাহী) পর্বে চ্যাম্পিয়ন হয়।